ত্বকের ভাল চান তো ভুলেও বাজার চলতি ফেসওয়াশ জেল দিয়ে মুখ ধোবেন না যেনl

ত্বকের ভাল চান তো ভুলেও বাজার চলতি ফেসওয়াশ জেল দিয়ে মুখ ধোবেন না যেনl




পরিসংখ্যান বলছে সিংহভাগ শহুরে মহিলাই রাতে শুতে যাওয়ার আগে ফেসওয়াশ জেল দিয়ে মুখ ধুয়ে থাকেন। কিন্তু আপনাদের কি জানা আছে ত্বকের ভাল হবে ভেবে যেসব ফেসওয়াশ জেল ব্যবহার করা হয়ে থাকে, তার বেশিরভাগের অন্দরেই রয়েছে এমন কিছু উপাদান, যা ত্বকের উপকারে তো লাগেই না, উল্টে স্কিনের এত মাত্রায় ক্ষতি করে দেয় যে সৌন্দর্য তো কমেই, সেই সঙ্গে নানাবিধ ত্বকের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়। তাই তো বন্ধু ত্বককে যদি বাঁচাতে চান, তাহলে আজ থেকেই বাজার চলতি ফেসওয়াশ জেল ব্যবহার করা বন্ধু করুন। না হলে কিন্তু...!




একাধিক স্টাডিতে দেখে গেছে বেশিরভাগ ফেসওয়াশ জেলেই সোডিয়াম লরেল সালফেট এবং মিনারেল অয়েল থাকে। থাকে আরও বেশ কিছু কেমিকালও, যা নানাভাবে ত্বকের ক্ষতি করে থাকে। বিশেষত স্কিনের অন্দরে রাসায়নিকের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে ত্বকের স্বাস্থ্যের অবনতি ঘটতে সময় লাগে না। এই কারণেই তো ফেসওয়াশ জেল ব্যবহার করতে মানা করা হয়। কিন্তু সারা দিন বাড়ির বাইরে থাকার কারণে পরিবেশ দূষণ এবং ধুলো-বালির কারণে ত্বকের অন্দরে ক্ষতিকর উপাদানের মাত্রা বাড়তে শুরু করে। তাই তো দিনের শেষে মুখ না ধুলে ত্বকের তো মারাত্মক ক্ষতি হয়ে যায়! একদম ঠিক বলেছেন। তবে একথা আপনাকে কে বললো যে মুখ ধুতে গেলে কেমিকেল ভর্তি ফেসওয়াশ জেল ছাড়া আর কোনও উপায় নেই।

আলবাৎ উপায় আছে! তাই তো এই প্রবন্ধটি লেখার সিদ্ধান্ত নেওয়া।
এসে গেছে  নতুন ফেস ওয়াশ  otlarlife কোম্পানির ।
যা আপনার মুখ পরিস্কর এর সাথে সাথে   আপনার মুখকে জেলনদার ও
উজ্জলময় করে তোলে।এই ফেস wash to আপনার ত্বকের গভীরে গিয়ে পরিষ্কার করে।

এটি নিম তুলসী অ্যালোভেরার এক নতুন মিশ্রণ  আপনার ত্বকের গভীরে গিয়ে কালো দাগ তুলতে,
ময়লা পরিষ্কার করতে,ব্রণ কমাতে তেলাভাব দূর করতে সাহায্য করে।এই  ফেসওয়াশ টি অন্য
ফেসওয়াশ এর মতন ত্বককে রুক্ষ এবং শুষ্ক করে তোলে না,এটি ত্বকের মস্টারিসের কে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।যার ফলে হেলদি কোমল জেলনাদার মুখ পাওয়া যাই।

Comments